Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঢাকাটঙ্গী শিল্প এলাকায় তুলা উৎপাদন গোডাউনে অগ্নি সংযোগ

টঙ্গী শিল্প এলাকায় তুলা উৎপাদন গোডাউনে অগ্নি সংযোগ

শনিবার ২০ আগষ্ট সন্ধায় টঙ্গী শিল্প এলাকা শিলমুল জামবুড়ারটেকে মেসার্স সান্ত গ্লোবাল সোর্স প্রাঃ প্রতিষ্ঠানের গোডাউনে জুট ও তুলাজাত দ্রব্যে অগ্নি সংযোগে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এলাকাবাসি জানায়, দমকল বাহিনী ঘটনা স্থলে পৌছার পুর্বেই আগুনের লেলিহান শীখা দ্রুত প্রবাহিত হওয়াতে আনুমানিক ২ কোটি টাকার কাচামাল পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর সদস্যরা জানায়, অসাবধানতার কারনে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারা করা হচ্ছে।

গোডাউনের কিছু কর্মচারী জানায়- প্রতিদিনের ন্যায় গোডাউনে কাচামাল লোডিং/আনলোডিং চলাকালিন হঠাৎ মাস্ক পরিহিত অস্ত্র ধারী কিছু দূর্বৃত্তরা গোডাউনে জোরপূর্বক প্রবেশ করে এবং মালিক ও কর্মচারীদের কামরায় বন্দিকরে জুট ও তুলাজাত কাটপিস দ্রব্যে অগ্নিসংযোগ ঘটায়।

দূর্বৃত্তরা অগ্নি সংযোগ ঘটিয়ে যাওয়ার সময় ফাকা গোলাগুলী ও উচ্চ কণ্ঠে হুমকি ধামকি দেয় যে- জামায়েত বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান যেখানে পাবে সেখানেই অগ্নিপাত ধংস ঘটাবে।

এই বিষয় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসান, টঙ্গী পৌর ওয়ার্ড নং-৪৭, যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ি হিসাবে পরিচিত। বিধায় তাহার সাথে ক্ষমতাশীন দলের নেতাদের দীর্ঘ চলমান রাজনৈতীক প্রতিহিংসা ও ব্যবসায়িক দন্দর কারনে সেই সন্ধায় দূর্বৃত্তরা তাহাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত এবং গোডাউনে অগ্নি সংযোগ ঘটায়।

মালিকের আত্নিয়সজনের সাথে ফোনে যোগাযোগ করলে তাহারা জানান, মাহমুদুল হাসান মুমূর্ষু অবস্থায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত আছেন। প্রতিনিধি অগ্নি সংযোগের বিষয়ে টঙ্গী থানায় ফোনে যোগাযোগে জানতে পারেন-থানা পুলিশ এখনো এইরুপ কোন অগ্নিকান্ডের অভিযোগ জানে না তবে ভিকটিম পক্ষ অভিযোগ জানালে থানা কর্তৃপক্ষ দ্রুত পরিদর্শক টিম পাঠাবেন এবং উপযুক্ত আইনি ব্যবসাস্থা গ্রহনের আশ্বাস জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments