Sunday, November 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসকরোনা : শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

করোনা : শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার (০৯ জানুয়ারি) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার রাতে ভার্চুয়ালি এই বৈঠক হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরদিন সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (০৮ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের বিস্তারিত বিষয় তুলে ধরবেন।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ইম্পেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, রোববার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে নির্ধারিত বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। আমাদের ধারণা ছিল, মার্চে গিয়ে সংক্রমণ বাড়বে। কিন্তু এখন জানুয়ারিতেই বাড়তে শুরু করেছে। কাজেই যে পরিকল্পনা, তাতে কিছুটা সমন্বয়ের দরকার হবে।

তিনি বলেন, নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ১২ বছর বয়স থেকে ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদের আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে তাদের নিয়ে বেশি উদ্বেগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments