Wednesday, December 4, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৪, আহত ১

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৪, আহত ১

কুষ্টিয়া:: কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় তাহমিনা খাতুন নামের এক নারী আহত হয়েছেন। তিনি আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বটতৈল দক্ষিণপাড়া এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলায় স্বস্তিপুর এলাকার হলে হোসেনের ছেলে মোক্তার হোসেন (৪৮) একই এলকার আজিজুল হকের স্ত্রী জেসমিন বেগম (৩০) আলামপুর হালদারপাড়া এলাকায় ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) ও হালদারপাড়া মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রাণী (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে নারীসহ চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিছ আলী। তিনি জানান, চারটি লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments