Friday, November 15, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeশিল্প-সাহিত্য‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’

‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’

বিজয়ের ৫০ বছর পূর্তিতে কথাপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’। মুক্তিযুদ্ধভিত্তিক এই বইয়ে জানা যাবে—ক্যামেরা ছিল কার একাত্তরের হাতিয়ার, কর্নেল তাহের আহত হন কীভাবে, ১৯৭৫ সালের ২৬ নভেম্বর কেন এবং কীভাবে রক্ত ঝরেছিল ভারতীয় হাইকমিশনে, একাত্তরে গেরিলাদের গ্রিন রোড অ্যাটাক ও অপারেশন জ্যাকপট কীভাবে পরিচালিত হয়, বঙ্গবন্ধু কাকে বলেছিলেন আলালের ঘরের দুলাল, হনুমান কোম্পানি কতটা দুর্ধর্ষ ছিল—এমন অজানা ইতিহাস। ১৯৭১ সালে এ দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, এমন ২০ জন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে সালেক খোকনের এ বই।

‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’ নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, সম্পতি যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন উল্লেখযোগ্য। এই গ্রন্থে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় তিনি তুলে এনেছেন দেশ ও মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, যুদ্ধে তাঁদের ক্ষতি ও ক্ষত, বীরত্ব, পরবর্তী প্রজন্মের প্রতি তাঁদের আশাবাদ—এসব অনুষঙ্গ।

জসিম উদ্দিন আরও বলেন, মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে লেখকের যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত আছে, সেদিক থেকে এ গ্রন্থ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন। এ গ্রন্থটি মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাসের নতুন জানালা উন্মোচনে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।

সালেক খোকন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৩টি।

‘১৯৭১ : বিজয়ের গৌরবগাথা’ বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটির মুদ্রণমূল্য ৪০০ টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপনিগুলোতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments