বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথের জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী মাদ্রাসা বার্ষিক ওয়াজ ও একাডেমী এতিমখানা হিফজ বিভাগের সমাপনী ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে ২৮তম বাির্ষক ইসলামী মহাসম্মেলনে এ পাগড়ী বিতরণ করা হয়। পাটলী খলীফা হাকিম আখতার (রা:) হযরত মাওলানা শায়খ আসগর হুসাইন ও জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আরজুমন্দ আলীর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন আব্দুল হাফিয মক্কি (রা:) শাহতলীর খলীফা হযরত মাওলানা আবুল বাশার পীর, ঢাকার দারুদ রাশাদের মুহতামিম হযরত মাওলানা সালমান নদভী, জামেয়া ক্বসিমুল উলূম দরগাহের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া ক্বসিমুল উলূম দরগাহের মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আতাউর রহমান পাকিস্তানী হুজুর, মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, হাড়িকান্দি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ওলীউর রহমান। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ নছিহত পেশ করেন। এর আগে জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী (মাদ্রাসা ও এতিমখানা)’র বার্ষিক আয় এবং ব্যায়ের হিসাব পেশ করে বক্তব্য রাখেন প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ নাজির উদ্দিন।
ওয়াজ মাহফিলের পূর্বে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে যোহরের নামাজের মাধ্যমে বিশ্বনাথের দশঘরের বরুণী গ্রামে দারুল উলূম ফাউন্ডেশনের নব নির্মিত মসজিদের শুভ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ নাজির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, ছাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, অত্র ফাউন্ডেশনের ফাউন্ডার ও সদস্য আহমেদুর রেজা চৌধুরী অপু, মাওলানা আজিজুর রহমান ও মাওলানা নুরুজ্জামান সাঈদ। নব নির্মিত মসজিদের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জামেয়া ক্বসিমুল উলূম দরগাহের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। এছাড়াও মাদ্রাসার ছাত্রদের মধ্যে টুপি, মিসওয়াক ও লেপ বিতরণ করা হয়।