বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটে বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার দুটি ইউনিয়নের অবাদ ও সুষ্টু নিরপেক্ষ নির্বাচানের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বক্তারা বলেছেন, ডেজার মেশিন দ্বারা জমির মাটি কেটে ফসলি ভূমি ধ্বংশ করছে এবং ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে সড়ক নষ্ট করছে অসাধু ব্যবসায়ীরা। জন্মনিবন্ধনের সংশোধনী নিয়ে জনসাধরণের ভোগান্তি দূর করা। পৌর শহরের ময়লা-আবর্জনা ও যানজট নিরসন করতে হবে।
বক্তারা আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের টিকাদানে শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশ্বনাথের হিজড়াদের স্থায়ী বাসস্থান ও কর্মের ব্যবস্থা করারও জোর দাবী জানানো হয়।
থানার ওসি গাজী আতাউর রহমান থানার আইন-শৃঙ্খলা উন্নতি হয়েছে জানিয়ে সভায় বলেন গত ডিসেম্বর মাসে থানায় ২০টি মামলা হয়েছে। আর জানুয়ারীতে এখন পর্যন্ত ৭টি মামলা হয়েছে। থানা এখন দালালমুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, গাজী আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা আমীর হোসেন, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য প্রমুখ।