নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (বর্তমান মেম্বার) বখতিয়ার আহমদের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারী) রাতে ওই ওয়ার্ডের কাবিলপুর গ্রামের কামরুল ইসলাম বাদশাহর বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়।
সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ক্বারী মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে শানে মুস্তফা সা. পরিষদ বৃহত্তর প্রীতিগঞ্জ বাজারের সভাপতি মাওলানা আবদুল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাবিলপুর গ্রামের ডা. আফরোজ আলী, মমশর আলী, প্রয়াগমহল গ্রামের চমক আলী, নাজির মিয়া, চন্দ্রগ্রাম গ্রামের বিকাশ দত্ত, ভাটপাড়া গ্রামের সেলিম উদ্দিন ও মেম্বার পদপ্রার্থী (বর্তমান মেম্বার) বখতিয়ার আহমদ। সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ শামীম আহমদ।
নিজের বক্তব্য রাখতে গিয়ে মেম্বার পদপ্রার্থী (বর্তমান মেম্বার) বখতিয়ার আহমদ বলেন, ‘বিগত পাঁচ বছর ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখে যথাসাধ্য কাজ করেছি। কারো হক্ব নষ্ট করিনি। নয়ছয় করিনি। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বিরুদ্ধে কেউ কোনো অনিয়ম-দুর্নীতির প্রমাণ দেখাতে পারবেন না। আগামীতেও ইনশাআল্লাহ এসবের উর্ধ্বে উঠে ওয়ার্ডকে মাদকমুক্ত করাসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে নিজের সমস্ত সক্ষমতা দিয়ে কাজ করে যাব।’
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ক্বারী মাওলানা জমির উদ্দিন।