বিশ্বনাথ প্রতিনিধি: ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি এই ২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলছে। তবে খাজাঞ্চি ইউনিয়নের একটি কেন্দ্রে ইভিএমের কারিগরি ত্রুটির কারণে ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টা থেকে এই দুটি ইউনিয়নে ১১৮ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে ইভিএমে ত্রুটি থাকায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪টি বুথে প্রায় দুই ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের ৪টি বুথের ইভিএম চালু করতে না পারায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু করতে পারেননি দায়িত্বরত কর্মকর্তারা। এতে সাধারণ ভোটাররা দুর্ভোগে পড়েন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ভোট গ্রহণ শুরুর আগেও আমরা ইভিএম চালু করে পরীক্ষা করেছিলাম।
তবে ৮টার দিকে হঠাৎ মেশিনে ত্রুটি দেখা দেয়। তবে আধা ঘণ্টা পরই ইভিএম চালু হয়েছে এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুতে বিলম্ব হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এই কেন্দ্রের ভোটার আব্দুর রহিম ও আশিকুর রহমান রানা দুই ঘণ্টা ভোটগ্রহন বন্ধ ছিল অভিযোগ তুলে বলেন, ইভিএমে ত্রুটির কারণে এই কেন্দ্রের কয়েকটি বুথে প্রায় ২ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। এখন যাও চালু হয়েছে তাও ধীরগতি।