খালেদ মাসুদ রনি, ব্রিটেন থেকে: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বৃটেনে বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন ও দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ৩০ জানুয়ারী রবিবার লন্ডন শহরের ওয়েস্টামের একটি হলে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে ১৫ পদে দুটি প্যানেলর ৩০ জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র মিলিয়ে ৩৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সকাল তখন ১০ টা, এক এক করে আসতে শুরু করেন সাংবাদিকরা। বেলা বাড়ার সাথে সাথে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলনের স্থলটি মিলনমেলায় পরিণত হয়। সকলের উপস্থিতিতে বরাবরে মত ২টি পর্বে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি। ১ম পর্বে ছিল বিজিএম ও নির্বাচন এবং দ্বিতীয় পর্বে ডিনার ও লাইফ মেম্বার রিসিপশন এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম।
এবারের ২০২২ সালের লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ১৫ টি পদের এর মধ্যে ইমাদ-তাইসির-মুরাদ এলায়েন্স ৮ টি পদে বিজয়ী হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি পদে (বর্তমান সভাপতি) এমদাদুল হক চৌধুরী পেয়েছেন ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী (বর্তমান সহ-সভাপতি) ব্যারিস্টার তারেক চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদপ্রার্থী রহমত আলী পেয়েছেন ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাইসির মাহমুদ পেয়েছেন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী পদপ্রার্থী মো. রেজাউল করীম মৃধা পেয়েছেন ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী জে ইউ এম নাজমুল হুসেন পেয়েছেন ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী শাহনাজ সুলতানা পেয়েছেন ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী আনোয়ার শাহজাহান পেয়েছেন ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এই প্যানেল থেকে বিজয়ী হতে পারেননী যারা তারা হলেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদপ্রার্থী ইব্রাহীম খলিল পেয়েছেন ১৫৪ ভোট, ট্রেজারার পদপ্রার্থী আবদুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২০ ভোট, এসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী পলি রহমান পেয়েছেন ৮৫ ভোট,মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদপ্রার্থী আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৪৯ ভোট পান। অর্গেনাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদপ্রার্থী রুপি আমিন পেয়েছেন ১৪৪ ভোট পান, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী সাহিদুর রহমান সুহেল পেয়েছেন ১৩১ ভোট ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী মো. আজিজুল হক কায়েস পেয়েছে ১৩২ ভোট। সাত্তার মোসলেহ-সালেহ এলায়েন্সে থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোট অপর সভাপতি পদে পদপ্রার্থী মোহাম্মদ আবদুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী শেখ মোজাম্মেল হোসেন কামাল পেয়েছেন ১০৮ ভোট, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ড.আনিছুর রহমান আনিছ পেয়েছেন ১২৮ ভোট, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসলেহ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৩৮ ভোট, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদপ্রার্থী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট নির্বাচিত হয়েছেন, ট্রেজারার পদপ্রার্থী সালেহ আহমেদ পেয়েছেন ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী মোহাম্মদ আবদুল কাইয়ূম পেয়েছেন ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্গেনাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদপ্রার্থী মোহাম্মদ এমরান আহমদ পেয়েছেন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদপ্রার্থী মো. আবদুল হান্নান পেয়েছেন ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী পদপ্রার্থী জুয়েল দাস পেয়েছেন ১৩৯ ভোট।এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী আহাদ চৌধুরী বাবু পেয়েছেন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সারওয়ার হোসেন পেয়েছেন ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,সেবুল চৌধুরী পেয়েছেন ৮৯ ভোট, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ কলন্দর তালুকদার পেয়েছেন ৫২ ভোট ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রাথী মোহাম্মদ হারুন-অর-রশীদ পেয়েছেন ৭৮ ভোট। এদিকে,স্বতন্ত্র হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে এসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী আমিনুল আহসান তানিম পেয়েছেন ৯৬ ভোট।এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী জে আর সোহেল পেয়েছেন ৯৮ ভোট,এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী রোমান বকত চৌধুরী পেয়েছেন ২৭ ভোট।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন,যুক্তরাজ্যেস্থ বাংলাদেশর হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, পপলার ও লাইম হাউজের সংসদ সদস্য আফসানা বেগম,এটিএন বাংলা ইউকে`র সিও সহ হাফিজ আলম বকস,যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী ও ক্লোজআপ তারকা সাকি খান।