বিশ্বনাথ প্রতিনিধি:: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, খ্যাতিমান কলামিস্ট ও বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার বিকাল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পীর হাবিবুর রহমান গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসারমুক্ত হন। চলতি বছরের ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হলে বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারী সুনামগঞ্জ শহরে। বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে যারা শোক জানিয়েছেন তারা হলেন, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মো. কামাল হোসেন (দৈনিক যায়যায়দিন), সাধারণ সম্পাদক নবীন সোহেল (দৈনিক বাংলাদেশের খবর), সহ- সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানব জমিন), দপ্তর সম্পাদক আব্দুছ সালাম (দৈনিক ইনকিলাব), প্রচার সম্পাদক মোশাহিদ আলী (দৈনিক শ্যামল সিলেট), কার্যনির্বাহী সদস্য আশিক আলী (দৈনিক যুগান্তর), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), শুকরান আহমদ রানা (দৈনিক সকালের সময়), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ)।