নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও ২০১৯ সালের নতুন ভোটারগণের জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জীত সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, আজিজুর রহমানসহ আরো অনেকে। এর আগে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।