Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedবিশ্বনাথের দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

বিশ্বনাথের দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট-ইউকে’র উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেলে দশঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা-উচ্চ বিদ্যালয়ের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ৮৭জন ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। ট্রাস্টের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নেছাওর আলীর সভাপতিত্বে কো-অর্ডিনেটর আবদুল কাইয়ূম চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ট্রাস্টি শফিকুর রহমান চৌধুরী।

বিশ্বনাথের দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট-ইউকের বৃত্তি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বলেই আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সাধিত হচ্ছে। সরকারের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে বিরাট ভূমিকা রাখছেন আমাদের প্রবাসীরা। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার শিক্ষার সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। এই ভূমিকার গর্বিত অংশিদার ‘দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট-ইউকে’। দশঘর ইউনিয়ন তথা বিশ্বনাথ উপজেলার শিক্ষার উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এতদঞ্চলের শিক্ষাব্যবস্থার আরও বেশি উন্নতি সাধিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের ট্রাস্টি শামছু মিয়া লয়লুছ, যুক্তরাজ্য প্রবাসী লেখক-সাংবাদিক রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মধু, বর্তমান ট্রাস্টি সাহিদ আলী, ফারুক মিয়া, কো-অর্ডিনেটর আবদুল আহাদ প্রমুখ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন চক কাশিমপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের কার্যকরী পরিষদ সদস্য আবদুস সাহিদ হারুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments