Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyলন্ডনে এনআরবি কমিউনিটি হিরো সম্মাননা ফেলেন খালেদ মাসুদ রনি

লন্ডনে এনআরবি কমিউনিটি হিরো সম্মাননা ফেলেন খালেদ মাসুদ রনি

লন্ডনে এনআরবি কমিউনিটি হিরো সম্মাননা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলটেস বারার স্পীকার ও কাউন্সিলার আহবাব হোসেন বলেছেন,সংবাদ কর্মী ও সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা নিজেদের স্বার্থ পরিত্যাগ করে সর্বদা এই কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। বিগত করোনাকালে দেশটির সাংবাদিক ও কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেভাবে কমিউনিটির জন্য জীবন বাজি রেখে কাজ করছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন। তিনি বলেন, যদিও আমরা প্রাতিষ্ঠানিকভাবে তাদের মুল্যায়ন করতে কৃপণতা দেখাই। কাজের মূল্যায়ন করলে মানুষ কাজ করতে অনুপ্ররেণা পায়। যুক্তরাজ্য ভিত্তিক প্রেসার গ্রুপ এনআরবি লন্ডনরে প্যান্ডামিক হিরো সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

বৃহস্পতিবার(২৪ মার্চ) বিকেলে র্পূব লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে বাংলাদশে ও বৃটেনের বন্ধুত্বের ৫০ বছর ও সুর্বণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনরে চেয়ারম্যান আনসার আহমদ উল্ল্যাহ। সেক্রেটারি আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার এন আরবির মুখপাত্র আ স ম মাসুম। বক্তব্য রাখনে বিশিষ্টি সাংবাদিক মুস্তাক আলী বাবুল, বিশিষ্টি ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক তোফাজ্জুল হোসেন আলম, এন আরবি নির্বাহী সদস্য জামাল আহমদ খান, নির্বাহী সদস্য যুক্তরাজ্য কালের কন্ঠের প্রতিনিধি জুয়েল রাজ৷

সম্মাননা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলটে কাউন্সিলের স্পীকারের পক্ষে ও এন আরবি থেকে কমিউনিটি নিরলসভাবে সেবা দানকারী ২১ জন সংবাদকর্মী ও সংগঠককে বন্ধুত্ব স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন সাংবাদিক মুস্তাক আলী বাবুল,আসম মাসুম,আব্বাস উজজামান, সালেহ আহমদ, আব্দুল কাদির মুরাদ,জাকির হোসেন কয়েস, খালিদ হোসেন, ফজলুল হক, আব্দুল হান্নান, মোহাম্মদ মাসুদ উজজামান, জামাল খাঁন, খালেদ মাসুদ রনি, রুমানা আফরুজ রাখি, তানভীর হাসান, হাফেজুল করিম রাকিব, আলাউর রহমান খান, কয়েস আহমদ রুহেল, জুবায়ের খাঁন সেলিম, জি আর সুহেল, একলাসুর রহমান পাক্কু, রোমেনা আনাম।

এনআরবি লন্ডনরে চেয়ারম্যান আনসার আহমদ উল্লাহ স্পীকারকে ধন্যবাদ জানান এবং এনআরবি লন্ডনের এ ধরণের আয়োজন ভালো কাজে উৎসাহ যোগাতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করনে। আহাদ চৌধুরী বাবু বলেন, গতানুগতকি ধারার বাহিরে গিয়ে আমরা সঠিক কাজের কাজীদের জন্য কাজ করছি। আগামীতে এদ্বারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করনে বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments