আগেও একাধিক নাটকে অভিনয় করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আসছে ঈদের একটি নাটকে দেখা যাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। নাটকের নাম ‘ঈদ টুর্নামেন্ট’। নাটকটির গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে আশরাফুলের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে। এছাড়াও অভিনয় করেছেন মিহি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে।
‘সামাদ সাহেব গ্রামের সহজ-সরল এক ভদ্র মানুষ। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। টিম বরিশাল প্রতি বছরই ঈদ পূর্ণমিলনী উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তাতে ১২ দলের মধ্যে ১২তম হয়। এর প্রধান কারণ দলীয় অধিনায়ক মাসুম গোলদারের স্বেচ্ছাচারিতা। সে নিজে ভালো না খেললেও ওপেনিং, ব্যাটিং, ওপেনিং বোলিং করেন তিনি’-এমনই গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। ঈদের ৭ম দিন রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।