Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকর‌্যাবের ওপর নিষেধাজ্ঞা : ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা : ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ড. মোমেন সাংবাদিকদের বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আসার পর ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ। ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে তারা বিষয়টি তুলে ধরবে। যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ করেছে। এটি সম্ভব হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রে তাদের ভারতীয় সম্প্রদায়কে বলেছিল বলে।’

নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বার্তার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র যেটি বলেছে, সেটি হচ্ছে জবাবদিহি। বাংলাদেশে বাহিনীর ভেতরে জবাবদিহি রয়েছে। এ কারণে নারায়ণগঞ্জের ঘটনায় ফাঁসি হয়েছে। অনেকে চাকরিচ্যুত হয়েছে। আমাদের ভেতরে যে জবাবদিহি রয়েছে, বিষয়টি মার্কিনদের কাছে ঠিকমতো পৌঁছায়নি।’

মোমেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে লাইন অব ডিউটিতে মানুষ মেরে ফেলে। আমাদের এখানেও লাইন অব ডিউটিতে মানুষ মরে। কিন্তু এগুলো ন্যায়সঙ্গত হতে হবে।বাংলাদেশের এমন ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখনো হয়ত আমাদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হয়নি। ভবিষ্যতে হয়ত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments