বাংলাপেইজ ডেস্ক:এবার পাল্টা বজাব শুরু করে দিয়েছে রাশিয়া। আজ বুধবার থেকে দেশটি পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে পিজিএনআইজি-কে জানিয়েছে,আজ থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো রাশিয়ার ওপর নানাবিধ এবং নানা মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে।এর জবাবে রাশিয়াও ঘোষণা দেয়- যেসব দেশ রাশিয়ার বন্ধু নয় তাদের রাশিয়ার তেল গ্যাস কিনতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে।তবে রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। তারই পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম।
বিবিসি জানিয়েছে,পিজিনিগ গ্যাসের জন্য অনেকাংশে গ্যাজপ্রমের ওপর নির্ভরশীল ছিলো। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি রাশিয়া থেকে তাদের মোট গ্যাসের ৫৩ শতাংশ আমদানি করেছিলো।রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের খবরের প্রতিক্রিয়ায় পোল্যান্ডের জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের গ্যাস সরবরাহ নির্বিঘ্ন রেখেছে। জলবায়ু বিষয়ক মন্ত্রী আনা মোসকওয়া বলেন,মজুত রাখা গ্যাস ব্যবহারের প্রয়োজন হবে না।গ্রাহকদের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করতে হবে না।এছাড়া পিজিনিগ জানিয়েছে, তাদের ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগার প্রায় ৮০ শতাংশ পূর্ণ আছে। বর্তমানে গ্যাসের চাহিদাও কম রয়েছে।