প্রতি বছরের মতো এবারও রমজান ও ঈদ উদযাপনে এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ালো ওব্যাট হেল্পার্স বাংলাদেশ। এ উপলক্ষে রমজান মাস জুড়ে রাজধানীর মিরপুর এবং মোহাম্মদপুরসহ ময়মনসিংহ ও চাদপুরের বিভিন্ন বিহারি ক্যাম্প ও বস্তির ৩১৮০ টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে রোজার খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করে সংস্থাটি।
এছাড়া রবিবার (১ মে) ১৮০ টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করে ওব্যাট হেল্পপার্স বাংলাদেশ। একইদিন ৫১০টি সুবিধাবঞ্চিত শিশুদের মার্কেটে নিয়ে তাদের পছন্দ মতো ঈদের নতুন কাপড় কিনে দেয় সংস্থাটির সেচ্ছাসেবীরা।
এসময় ওব্যাট হেলপার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক রুহুল আমিন ও জনসংযোগ কর্মকর্তা রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ওব্যাট হেল্পার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক রুহুল আমিন বলেন, ওব্যাট হেল্পার্সের প্রতিষ্ঠাতা আনোয়ার খানের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো সুবিধা বঞ্চিতদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেছি। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।