Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyলন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন :বিজয়ের হাসি হাসলেন বাংলাদেশী লুৎফুর

লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন :বিজয়ের হাসি হাসলেন বাংলাদেশী লুৎফুর

খালেদ মাসুদ রনি:

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে।প্রায় ১০ ঘন্টা গণনা শেষে গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৬ টা ১৫ মিনিটে ক্যানারি ওয়ার্ফের ইষ্ট ইউন্টার গার্ডেনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শোনশান নিরবতার মাঝে সাবেক মেয়র বাংলাদেশী লুৎফুর রহমানকে বিজয়ী ঘোষনা করা হয়।সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি তৃতীয় বারেরমতো ব্যপক ব্যবধানে তার প্রাপ্ত ভোট ৪০ হাজার ৮২৪ টি।তিনি ৭ হাজার৩৯৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান লেবার দলের মেয়র জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।লুৎফুর রহমানের বিজয়ে বাংলাদেশী কমিনিটি আনন্দের বন্যায় ভাসছে।তার বিজয়ে দেশটিতে বাংলাদেশীর আরেকটি অর্জন যোগ হলো।গত বৃহস্পতিবার(৫মে)সকাল ৭ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে রাত ১০ টায় গিয়ে শেষ হয়।

দেশটির রাজধানী লন্ডনের টাওয়ারহ্যামলেটস বারা ২০টি ওয়ার্ড নিয়ে ঘটিত।৩ লক্ষের উপরে বিভিন্ন জাতি বর্ণের মানুষের বসবাস এ বারায়।২ লক্ষ ৫ হাজার ভোটারের মধ্যে ৮৬ হাজার ৯ ভোট কাষ্ট হয়েছে।প্রথম ধাপের গণনায় তিনি মেয়র লুৎফুর রহমান ৩৯ হাজার ৫৩৩ ভোট পান।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জন বিগস পান ২৭ হাজার ৮৯৪ ভোট।নিয়ম অনুযায়ী কোন প্রার্থী ৫১% ভোট না পাওয়ায় ২য় চয়েজে ভোট গণনা হয়।তবে ২য় চয়েজে গণনার পরও লুৎফুর রহমান ৭ হাজারের উপরে ভোট বেশী থাকায় বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন।বিজয়ের হাসি হাসেন সদা হাস্যউজ্জল এই বাংলাদেশী।এই দুই প্রার্থী ছাড়া তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান লিবডেমের প্রার্থী(এক সময়ে লুৎফুর রহমানের প্রার্থী)বাংলাদেশী রাবিনা খান পেয়েছেন ৬ হাজার৪৩০ ভোট।ক্ষমতাশীন কনজাভেটিক প্রার্থী এলিয়ট উইভার পেয়েছেন ৪ হাজার২৬৯ ভোট।

নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন,আমি সবার মেয়র,সকলের জন্য আমি কাজ করতে চাই।আমি জনগণের সেবা করতে চাই।আমাকে যে ভাবে বারার মানুষ সমর্থন ও সহযোগীতা করেছেন তা আমি কথায় নয়,কাজ দিয়ে আমি আমার বারার মানুষের ঝৃণ শোধ করব।এদিকে, লুৎফুর রহমানের বিজয়ের খুশিতে কমিটির মানুষ একে অন্যকে খাওয়াতে দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments