লন্ডন অফিস:
যুক্তরাজ্যে সফরত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে দেড় ঘন্টা আটকা পড়ে ছিলেন।মঙ্গলবার(১০মে)লন্ডন শহরের বাংলা টিভি চ্যানেল এনটিভি ইউরোপের আফিসে গেলে এ ঘটনা ঘটে।তিনি সহ তার সঙ্গে থাকা ৭ জন হঠাৎ লিফটের ভিতরে আটকা পড়েন।প্রায় দেড় ঘন্টা তারা লিফটের ভিতরে অবস্থান করেন।তবে সবাইকে সুস্থ অবস্থায় বাহির নিয়ে আসা হয়।রাতে রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্টিত এক সভায় যোগ দেওয়ার কথা থাকলে তিনি আসতে না পারায় বিষয়টি জানাজানি হয়।বুধবার তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন।জানাযায়,মঙ্গলবার বিকালে মেয়র আরিফুল হক সঙ্গীদের নিয়ে এনটিভি ইউরোপের আফিসে যাচ্ছিলেন,লিফটে উঠলে হঠাৎ ষ্ট্রাক হয়ে যায়।প্রথমে সাময়িক মনে হলেও পরে ইমাজেন্সি নাম্বারে কল করা হয়।প্রায় দেড় ঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেয়র সহ সবাইকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে।তবে কেউ আহত কিংবা ভীত হননী।ঘটনার পর পর মেয়র আরিফুল হক চৌধুরী কৌশল গ্রহন করেন,তিনি সবাইকে নানা কথা বলতে থাকেন যাতে করে কেই ভীত না হয়।বিষয়টি নিয়ে মেয়রের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ভীত হইনি,আমার সাথে থাকা সবাইকে ভীত না হওয়ার জন্য আমি কথা চালিয়ে যাই।