Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদশুক্রবার লন্ডন থেকে ফ্লাইট,শনিবার গাফফার চৌধুরীর মরদেহ পৌঁছাবে বাংলাদেশে

শুক্রবার লন্ডন থেকে ফ্লাইট,শনিবার গাফফার চৌধুরীর মরদেহ পৌঁছাবে বাংলাদেশে

লন্ডন অফিস:বিশিষ্ট সাংবাদিক,কলামিষ্ট,নাট্যকার ও মহান একুশের অমর সংগীতের রচয়িতা,আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ শুক্রবার(২৭মে)বিকাল ৬টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে বাংলাদেশে যাচ্ছে।আগামী শনিবার(২৮ মে)স্থানীয় সময় দুপুরে গাফফার চৌধুরীর মরদেহ পৌঁছাবে বাংলাদেশে বৃহস্পতিবার(বাংলাদেশের পাঠানোর জন্য)মরদেহ হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে পরিবারিক সূত্র।মরদেহের সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন মরহুমের ছেলে অনুপম রেজা চৌধুরী,মেয়ে তনিমা চৌধুরী ফিরেত,চিন্ময়ী চৌধুরী,ও ইন্দিরা চৌধুরী।এই চারজনের সাথে মরহুমের নাতি যাওয়ার কথা থাকলেও পাসর্পোট জটিলতায় তিনি যেতে পারছেন না।সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে(ফ্লাইট নম্বর বিজি২০২)ঢাকা পৌঁছবে কবি,সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ।

এ বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হাইকমিশন,আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রেরণের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।আমরা আশা করছি,সব ঠিক থাকলে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে রওয়ানা দিয়ে মরহুমের মরদেহ ২৮ মে শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে।একই ফ্লাইটে মরহুম আব্দুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭৪ সালে আব্দুল গাফফার চৌধুরী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্যে লন্ডনে আসেন।আজ প্রায় পাঁচ দশক পর বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রিয় স্বদেশ ভূমিতে, তাঁর প্রিয় স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফনের ব্যবস্থা করেছেন।আব্দুল গাফফার চৌধুরী বিগত ১৯ মে ২০২২ বৃহস্পতিবার আমাদের ছেড়ে চলে গেছেন।সেদিন থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সার্বক্ষণিকভাবে মরহুমের পরিবারের পাশে রয়েছে।গত ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে আব্দুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গত ২৩ মে সোমবার বাংলাদেশ হাই কমিশন, লন্ডন মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে যেখানে ওই সময় যুক্তরাজ্যে সফররত শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুর পর থেকে অদ্যাবধি বিভিন্ন ক্ষেত্রে বার্ণেট হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রিকলেইন মসজিদ কর্তৃপক্ষ, ব্রিকলেইন ফিউনারেল সার্ভিস ও শহীদ আলতাব আলী পার্ক কর্তৃপক্ষসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছ থেকে অসামান্য সহযোগিতার জন্য হাই কমিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments