পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে ৪৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাশ সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে পুলিশের অতিরিক্ত ডিআইজির ১২৩টি পদ শূন্য আছে। এর মধ্যে নবসৃষ্ট পদ ৮৮টি। এসব পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত নেয় সরকার। নিয়ম মেনে সদর দফতর ৩৯০ পুলিশ সুপারের নামের তালিকা পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসব পুলিশ সুপারদের পদোন্নতি দিতে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসির বৈঠক বসে। মূলত এই বৈঠকে ৪৬ কর্মকর্তাকে পদোন্নতির সিদ্ধান্ত হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. মাসুদ করিম, এজাজ আহমেদ, মো. আনিছুর রহমান, মো. ইকবাল, মো. আশরাফুল ইসলাম, মোহা. মনিরুজ্জামান, খো. ফরিদুল ইসলাম, ড. মো. আব্দুস সোবাহান, টুটুল চক্রবর্তী, মোহাম্মদ হাসান বারী নূর, একেএম মোশাররফ হোসেন মিয়াজী, মো. আব্দুর রাজ্জাক, মো. আলমগীর কবীর, মো. মনিরুজ্জামান, মোছা. ফরিদা ইয়াসমিন, বেগম হাসিনা রহমান, বেগম রেবেকা সুলতানা, বেগম শাহীনা আমিন, বেগম রুমানা আক্তার, বেগম কানিজ ফাতেমা, বেগম সুলতানা নাজমা হোসেন, মো. জোবায়েদুর রহমান, বেগম ফরিদা ইয়াসমিন, মো. হামিদুল আলম, মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মো. হুমায়ুন কবীর, মো. রশীদুল হাসান, তোফায়েল আহাম্মদ,
সঞ্জয় কুমার কুন্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. আসাদ উল্লাহ চৌধুরী, মো. আমির জাফর, মো. সাজিদ হোসেন, বিধান ত্রিপুরা, বেলাল উদ্দিন, নরেশ চাকমা, ড. একেএম ইকবাল হোসেন, মো. জিয়াউল হক, মো. মাশরুকুর রহমান খালেদ, হাসান মো. শওকত আলী, বেগম সহেলী ফেরদৌস এবং বেগম শামসুন্নাহার। তবে শেষের তিনজন কর্মকর্তা দেশে প্রত্যাবর্তন করে মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি আদেশ জারি করা হবে।