Wednesday, December 4, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদপরীক্ষার হলে টিকটক, বিশ্বনাথ সরকারি কলেজের তিন ছাত্র বহিস্কার

পরীক্ষার হলে টিকটক, বিশ্বনাথ সরকারি কলেজের তিন ছাত্র বহিস্কার

স্টাফ রিপোর্ট :: পরীক্ষার হলে টিকটক (ভিডিওচিত্র ধারণ) করার অপরাধে বিশ্বনাথ সরকারি কলেজের ৩ ছাত্রকে বহিস্কার করা হয়েছে।সোমবার (৩০ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছালিক মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃতরা হলেন-কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাকের হাসান (ক্লাস রোল নং-১৯০), মো.রায়হান আহমদ (ক্লাস রোল নং-১৯২), ইফতি আজাদ মিছবাহ (ক্লাস রোল নং-১৯৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের দ্বাদশ শ্রেনীর প্রস্তুতিমূলক পরিক্ষা-২০২২ চলাকালে কক্ষে ভিডিওচিত্র ধারণ করার অপরাধে এই তিন শিক্ষার্থীকে কলেজ থেকে বহিস্কার করা হলো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ আরো জানান, নিষিদ্ধ থাকা স্বত্বেও ভবিষ্যতে কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে বা শ্রেণী কক্ষে কিংবা কলেজ ক্যাম্পাসে কোনো ধরণের ভিডিওচিত্র ধারণ করলে অথবা টিকটক ভিডিও প্রকাশের তথ্য পাওয়া গেলে কলেজ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। 

মঙ্গলবার (৩১ মে) থেকে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments