Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনকে কের মৃত্যুতে পুরনো স্মৃতি সামনে আনলেন এ আর রহমান

কে কের মৃত্যুতে পুরনো স্মৃতি সামনে আনলেন এ আর রহমান

ভারতের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে বি-টাউনে শোকের মাতম বইছে।সবাই একবাক্যে স্বীকার করছেন যে, কেকের মৃত্যুর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

কেকে হারানোর বিয়োগব্যথায় কাতর অস্কার ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী সুরকার ও গায়ক এ আর রহমান।

ইনস্টাগ্রামে এক আবেগী পোস্টে তিনি লিখেছেন, তার মতো এত বড় মাপের শিল্পীকে হারানো কষ্টের।

রহমান লেখেন, নব্বইর দশকের শুরুর দিকে জিঙ্গেল গাইতেন কে কে। পরে তাকে আমরা সিনেমার জন্য ডাকলাম। তিনি ‘স্ট্রবেরি আঁখে’ গানটা গাইলেন।’

মাস কয়েক আগেও কেকের জন্য গান তৈরি করেছেন এ আর রহমান। তাকে ডেকেছিলেন ভয়েস দেওয়ার জন্য। সেই স্মৃতি মনে করে রহমান বলেন, মাত্র ছয় মাস আগেই তাকে একটা গানের জন্য ডেকেছিলাম। কিন্তু তিনি তখন বললেন অসুস্থ বোধ করছেন। আমি বললাম, ঠিক আছে, সুস্থ হয়েই ফিরে আসুন।’

এ আর রহমান সাধারণত নিজের আবেগ সবার সামনে প্রকাশ করেন না। তবে কেকের মৃত্যুতে তিনি এতোটাই কষ্ট পেয়েছেন যে, প্রকাশ্যেই আবেগপ্রবণ হয়েছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments