বাংলাপেইজ ডেস্ক:: ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬লক্ষ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী তার এটি চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ২২তম এবং দেশের ৫১ তম বাজেট। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি। স্পীকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুনমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরারাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদু প্রমুখ।
এরআগে বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য মন্ত্রীসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া