Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বের হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যাকবলিত এই তিন জেলা পরিদর্শনে রওনা করেন।

এ সময় হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তাঁর। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

সোমবার (২০ জুন) রাতে বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন।এ সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরপর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments