২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পান রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতব। তিনি সম্প্রতি তার নোবেল পদকটি বিক্রি করে দিয়েছেন। নিলামে ১০৩ মিলিয়ন ডলারে সেটি বিক্রি করে দেওয়া হয়েছে। এ নিলাম থেকে প্রাপ্য অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়। খবর বিবিসির।
পদকটি কে কিনেছেন তা প্রকাশ করা হয়নি। দিমিত্রি মুরাতব রাশিয়ার স্বাধীনধারার সংবাদমাধ্যম ‘নোভায়া গ্যাজেটা’র প্রধান সম্পাদক।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপরই নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার কার্যক্রমকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে শাস্তি পেতে হবে এমন ঘোষণার পর নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ রাখা হয়।