Wednesday, December 4, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল কলেজছাত্রের

কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল কলেজছাত্রের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় ইমন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কলেজছাত্র।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি আদর্শনগর এলাকার আলী আকবর স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন।

আহত বাকী দুজন শাহরিয়ার জয় তেজগাঁও পলিটেকনিক এবং মশিউর রহমান রনি নাজিমউদ্দীন কলেজের ছাত্র। তারা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুল ওহাব জানান, নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন রাসেলকে এড়িয়ে চলতো। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে গতকাল সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে আবার রাতে রাসেল বাহিনী ইমন, শাহরিয়ার জয়, রনির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments