Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিভরিতে কমছে ২২৭৫ টাকা স্বর্ণের দাম

ভরিতে কমছে ২২৭৫ টাকা স্বর্ণের দাম

স্বর্ণের দাম ভরিতে কমছে ২২৭৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ মূল্য হ্রাসের কথা জানায়।

এতে বলা হয়, ১৮ আগস্ট থেকে এ মূল্য কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার ৩৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৫৬ টাকা। যা আগে বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমছে দুই হাজার ২৭৫ টাকা।

এছাড়া মূল্য হ্রাসের পর ২১ ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য দাঁড়াবে ৭৮ হাজার ৩২৩ টাকা। যা আগে ছিল ৮০ হাজার ৪৮২ টাকা। এ মানের স্বর্ণের দাম কমছে দুই হাজার ১৫৮ টাকা। আর মূল্য কমে ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে ৬৭ হাজার ১২৬ টাকায়। যা আগে বিক্রি হচ্ছিল ৬৮ হাজার ৯৯৩ টাকায়। এ মানের স্বর্ণের দাম কমছে এক হাজার ৮৬৬ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৫ হাজার ২৮৭ টাকায়।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments