বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্পোর্টস মিক্সড মার্শাল আর্টে লড়ছেন এক বাংলাদেশি। ইতোমধ্যে সাজিদুল হক নামে ওই মার্শাল আর্টিস্ট বেশ পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে যুক্তরাজ্যের ‘এরিস ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এ ফ্লাইওয়েট বিভাগে লড়ছেন বাংলাদেশি এই বক্সার।
শনিবার চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের এক নম্বর ফ্লাইওয়েটকে হারিয়েছেন সাজিদুল। তার আগে ব্রিটেন ও পোল্যান্ডের সেরা দুই বক্সারকে হারিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন তথ্য দিয়েছেন সাজিদুল নিজেই। সাজিদুল এবার খেলতে চান ইউএফসি ফাইটিং চ্যাম্পিয়নশিপে।
এ সম্পর্কে তিনি বলেন, ‘ইউএফসি চ্যাম্পিয়নশিপে খেলা বাকি আছে। মিক মেয়নার্ডের সঙ্গে আমি ইংল্যান্ডের হয়ে লড়াই করতে চাই। সুযোগ পেলে আমি হব ইউএফসি চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করা প্রথম বাংলাদেশি ফাইটার। এখন শুধু একটা সুযোগ চাইছি।’
ফাইটার হওয়ার পথে অনেকের কাছ থেকেই সমর্থন পেয়ে আসছেন সাজিদুল। শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি বলেন, ‘অনেকের কাছ থেকে সমর্থনমূলক বার্তা পাচ্ছি। আমি কৃতজ্ঞ। আমি আরও ভালো করতে সর্বোচ্চ চেষ্টাই করব।’
বাংলাপেইজ/ এএসএম