বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে যৌথভাবে ভার্চুয়ালি এ উদ্বোধন করেন তারা।
এছাড়াও ভার্চুয়ালি ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ এর পাশাপাশি দেশের আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেন তারা।
এর মধ্যে রয়েছে- রূপসা নদীর ওপর রেল সেতু, খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেলপথ।
জানা গেছে, ভারতের লাইন অব ক্রেডিটের অধীনে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। এতে লাইন অব ক্রেডিটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলারসহ মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে দিল্লির হায়দরাবাদ হাউসে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুপুর ২টার দিকে উভয় নেতার মধ্যে এ বৈঠক শেষ হয়।