Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসরাজনীতি করার অধিকার শিক্ষাপ্রতিষ্ঠান নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

রাজনীতি করার অধিকার শিক্ষাপ্রতিষ্ঠান নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ,রাজনীতি করার অধিকার সবারই আছে। কেউ রাজনীতি করবে কি করবে না- তা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আর প্রতিষ্ঠান কখনো অধিকার নিষিদ্ধ করতে পারে না।

বুধবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কমিটি ঘোষণা করেছে। অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে কোনো ধরনের নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকেও কোনো আপত্তি থাকার কথা।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments