সাফ অনুর্ধ্ব -১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয়ে পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। এবার আলো ছড়িয়েছেন ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। তার হ্যাটট্রিকে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল পল থমাস স্মলির শিষ্যরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’চ্যাম্পিয়ন হয়ে সেমিঠফাইনালে টিকিট কাটলো -লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক মাঠে শুরু থেকে মালদ্বীপের বিপক্ষে আধিপত্য চালাতে থাকে বাংলাদেশ দল। খেলার শুরুর ৫ মিনিটের বাংলাদেশকে এগিয়ে দেন নাজমুল হুদা ফয়সাল (১-০)। মিরাজুলের কাটব্যাক থেকে ৬ গজের মধ্যে থেকে প্লেসিং করে দলকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। একটু পর মুর্শেদ আলী গোলকিপার আব্দুল্লাহ রাজিফকে একা পেয়েও শট নিতে পারেননি। এর আগেই বল নিজের আয়ত্তে নিয়ে নেন আব্দুল্লাহ।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মু্র্শেদ বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে ডান পায়ের নিচু শটে বল জালে জড়িয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে বল জালে জড়ালে অফসাইডের কারণে তৃতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
২ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখে। ফলশ্রুতিতে বিরতির পর আরও তিনটি গোল এসেছে। নাজমুল প্রথম গোলের পাশাপাশি অন্য দুটি গোলেও দারুণ সহায়তা করেছেন। মিরাজুল এই অর্ধে দেখেন হ্যাটট্রিক।
৭৫ মিনিটে নাজমুল হুদার পাসে মিরাজুল গোলকিপারের ওপর দিয়ে জালে জড়িয়ে দেন। তিন মিনিট পর মিরাজুল আবারও লক্ষ্যভেদ করেন। নাজমুলের পাসে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল কাঁপান তিনি। শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়ে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করে মিরাজুল ইসলাম। অবশ্য গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়াতে পারত কিশোররা।
বাংলাপেইজ/এএসএম