Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনদক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে তারা ব্যর্থ

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে তারা ব্যর্থ

উপমহাদেশের সিনে বাজারে দাপট এখন দক্ষিণ ভারতের। সেখানকার তামিল, তেলেগু, মালায়লাম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো যেমন বক্স অফিসে ঝড় তোলে, তেমনি সমালোচক মহলেও পায় ভূয়সী প্রশংসা। বাংলাদেশের ঢালিউড তো বটেই, ভারতের টলিউড এমনকি বলিউডও বছরের পর বছর ধরে তাদের সিনেমা রিমেক বা নকল করে আসছে।

দক্ষিণী সিনেমার প্রথম সারির কয়েকজন তারকা বলিউডেও কাজ করেছেন। কিন্তু সাফল্যের দেখা পাননি। তামিল-তেলেগুতে যারা সুপারস্টার, যাদের সিনেমা মুক্তি পেলে রীতিমতো উৎসব হয়, তাদেরই হিন্দি সিনেমা পড়েছে মুখ থুবড়ে! তেমনই কয়েকজন তারকার কথা জেনে নেওয়া যাক…

তামিল সিনেমার অন্যতম তারকা সুরিয়া। মশলাদার বাণিজ্যিক সিনেমা হোক কিংবা গল্পনির্ভর, সবেতেই তিনি ছক্কা হাঁকান। ‘সুরারাই পট্ট্রু’ কিংবা ‘জয় ভিম’ সিনেমাগুলো দিয়ে তাক লাগিয়েছেন সুরিয়া। এছাড়া চলতি বছর ‘বিক্রম’ সিনেমায় মাত্র একটি দৃশ্যে অভিনয় করেই বাজিমাত করেছেন অভিনেতা। অথচ এই তারকাই হিন্দি সিনেমায় এসে দেখেছেন ফ্লপের মুখ! ২০১০ সালে রাম গোপাল ভার্মার ‘রখত চরিত্র ২’ সিনেমায় অভিনয় করেন সুরিয়া। সিনেমাটি একেবারেই ব্যর্থ হয়েছিল। যার ফলে পরবর্তীতে আর কোনও বলিউড সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যায়নি তাকে।

‘বাহুবলী’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি পেয়েছেন এই তেলেগু সুপারস্টার। এরপর তার ডাক আসে বলিউডে। ২০১৯ সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি সিনেমা ‘সাহো’। ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি।

২০১৩ সালে বলিউডে অভিষেক হয়েছিল তেলেগু সুপারস্টার রাম চরণের। ‘জাঞ্জির’ নামের সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণ মাতানো রামের ম্যাজিক কাজ করেনি বলিউডে। ফলে সিনেমাটি ব্যর্থর খাতায় নাম লেখায়।

তালিকায় নতুন তারকা তিনি। দক্ষিণে তিনি ‘গীত গোবিন্দম’, ‘অর্জুন রেড্ডি’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অথচ বলিউডে এসে একেবারে যা-তা অবস্থা। বহুল আলোচিত ‘লাইগার’ দিয়ে তার হিন্দি অভিষেক হয়েছে কিছুদিন আগে। কিন্তু বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। দুর্বল চিত্রনাট্য ও অভিনয়ের কারণে তীব্র সমালোচনাও জুটেছে ‘লাইগার’র কপালে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments