জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নারায়ণগঞ্জ ও ভোলায় বিএনপির নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি জায়গায় প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
এ সময়ের মধ্যে জোড় তারিখে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং বিজোড় তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশ আয়োজন করা হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক জানান, ঢাকা মহানগর উত্তরে আটটি এবং দক্ষিণে আটটি জোনে ভাগ করা হয়েছে।
বিষয়টি অবহিত করে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশের স্থানগুলো হলো-
মতিঝিল ও পল্টন। শাহবাগ ও রমনা। সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারি। লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর। কদমতলী ও শ্যামপুর। যাত্রাবাড়ী ও ডেমরা। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট। সবুজবাগ, খিলগাঁও এবং মুগদা।
ঢাকা মহানগর উত্তরের জোন আটটি হলো- উত্তরা পূর্ব, উত্তর খান ও দক্ষিণ খান। উত্তরা পশ্চিম, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত। পল্লবী, রূপনগর ও ভাষানটেক। বাড্ডা, ভাটারা ও রামপুরা। মিরপুর, শাহ আলী, দারুসসালাম এবং কাফরুল। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর। গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল।
এসব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা অংশগ্রহণ করার কথা রয়েছে।