Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দিচ্ছে ভারত

২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দিচ্ছে ভারত

বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। অনুদানের মাধ্যমে দেওয়া হবে এই ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যৌথ সম্মতিতে বিভিন্ন সিদ্ধান্তের ধারাবাহিকতায় রেলের উন্নয়নে ভারতের সহায়তার বিষয়টি উঠে এসেছে।

বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে গৃহীত নতুন উদ্যোগ

দুই দেশের মধ্যে কাউনিয়া-লালমনিরহাট-মোগলঘাট-নিউ গীতালদহ রেলসংযোগ, হিলি ও বিরামপুরের মধ্যে রেলসংযোগ স্থাপন, বেনাপোল-যশোর রেলপথ ও সিগন্যালিং ব্যবস্থা এবং রেলস্টেশনের মানোন্নয়ন, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মধ্যে রেলসংযোগ পুনঃস্থাপন, সিরাজগঞ্জে একটি কনটেইনার ডিপো নির্মাণে কাজ হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রেলসংযোগ উন্নয়নে সিদ্ধান্ত

চলমান দ্বিপক্ষীয় উদ্যোগের মূল্যায়ন, টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েল গেজে রূপান্তর, বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং স্টক সরবরাহ, ভারতীয় রেলওয়ের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ রেলওয়ের সেবার উন্নতি নিশ্চিতে আইটি-সংক্রান্ত সহযোগিতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এসব অগ্রগামী প্রকল্পের জন্য বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার অধীনে একাধিক আর্থিক কর্মপরিকল্পনার মাধ্যমে প্রকল্পগুলোর অর্থায়ন করা হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments