মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায় । এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত। এতে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির বিয়াক এলাকা থেকে ২৬২ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ১৬ কিলোমিটার গভীরে।
এর আগে, শনিবার ভোরে ওই একই এলাকায় ৬ দশমিক ১, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৫ মাত্রার আরও তিনটি ভূমিকম্প আঘাত হানে।
এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। গত ২২ আগস্ট দেশটির ডেনপাসার এলাকায় আঘাত হেনেছিল ৫ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্প। এতে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর পরেরদিনই (২৩ আগস্ট) দেশটির সুমাত্রা দ্বীপে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প।
ওই মাসের শেষের দিকে কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিনবার ভূমিকম্পে কাঁপে ইন্দোনেশিয়া। সেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ২ থেকে ৬ দশমিক ১ পর্যন্ত। গত ফেব্রুয়ারিতে দেশটির সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১০ জন।
বাংলাপেইজ/এএসএম