Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিএই সরকারের হাত থেকে আমরা মুক্তি চাই : ইলিয়াসপত্মী লুনা

এই সরকারের হাত থেকে আমরা মুক্তি চাই : ইলিয়াসপত্মী লুনা

নিজস্ব প্রতিবেদক:: নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এই সরকারের হাত থেকে আমরা মুক্তি চাই। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। রাতের ভোট নয়, আমরা দিনের ভোট দিনে দিতে চাই। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানী তেলের দামবৃদ্ধি করা হয়েছে। দাম বৃদ্ধির একটা মাত্রা থাকে। কিন্তু সব মাত্রা ছাড়িয়ে একবারে ৪৩-৪৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। মানুষের খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। তিন বেলা ভাত খাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জনগণ এসবের প্রতিবাদ করলে সরকার দমন-পীড়ন করছে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে সদস্য সচিব মো. সুমন মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, সাধারণ সম্পাদক হাফেজ আরব খান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments