বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তার ভাই শামীম এস্কান্দার।
আজ রবিবার দুপুরে ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আগের মতোই করে এবারও চিঠিতে তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতির অনুরোধ করেছেন।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারও গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, ‘আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। ’
প্রসঙ্গত,৭৭৬ দিন কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এর পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।