প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হওয়ায় বিএনপি নেতারা উল্টাপাল্টা বকছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর সফল ও অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারত সফর কেনো এত ভালো হলো সেজন্য বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদের মন খারাপ। তারা বিভ্রান্তি ছড়ানোতেই ব্যস্ত।
তিনি আরও বলেন, সমুদ্রসীমা ও ছিটমহল শেখ হাসিনার হাত ধরেই মীমাংসা হয়েছে। শেখ হাসিনার মাধ্যমেই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় হয়েছে।
বিএপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, যে দলের নেত্রী (খালেদা জিয়া) ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যায়, তাদের মুখে এসব কথা মানায় না।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল আলমসহ জাতীয় প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।