বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব পড়েছে আবহাওয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শনিবার) সন্ধ্যার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, সৈয়দপুর জেলায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা কমেছে। গতকাল সন্ধ্যার পূর্বাভাসের তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৯৮ মিলিমিটার। এছাড়া আগামী দুই দিন সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে।
তিনি আরও বলেন, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এ কে এম নাজমুল হক বলেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়।
এরপর এটি একই দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় ভারতের দক্ষিণ মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। বর্তমানে নিম্নচাপের কেন্দ্রস্থল অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলাপেইজ/এএসএম