Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিপুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকা

পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ সেপ্টেম্বর) আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকা দাড়িয়েছে।

আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বাড়ছে লেনদেনও। দিনের প্রথম আধা ঘণ্টায় লেনদেন পার করেছে সাড়ে ৩০০ কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ১০২টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৫ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ৩০ মিনিটে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৮৪১ টাকা।

সিএসইতে ৩০ মিনিটে ৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির, অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments