Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিরেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণ

রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণ

# রেমিট্যান্স সংগ্রহ ১০৮ টাকায়
# রপ্তানি বিল নগদায়ন ৯৯ টাকায়
# আমদানি বিল নিষ্পত্তি ১০৪ টাকা ৫০ পয়সায়
# খরচ কমবে আমদানিকারকদের

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১০৮ টাকা হিসেবে প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করবে। রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকায়। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।

ফলে এলসি সেটেলমেন্টের জন্য ডলার বিক্রি হবে ১০৪ টাকা ৫০ পয়সায়। এতে কিছুটা খরচ কমবে আমদানিকারকদের।

রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণ

রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

বৈঠক শেষে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করির বলেন, আমরা (বাফেদা-এবিবি) বাজার পর্যালোচনা করেছি। বাজার পর্যালোচনা শেষে আমাদের সিদ্ধান্ত হয়েছে এক্সচেঞ্জ হাউস ও সমগোত্রীয় ডিপার্টমেন্ট থেকে ডলারের সর্বোচ্চ রেট হবে ১০৮ টাকা। এ রেট সব এডি ব্যাংক মেনে চলার ব্যাপারে আমরা একমত হয়েছি। এটা পাঁচ কার্যদিবসের জন্য নির্ধারণ করা হয়েছে। রেমিট্যান্সের এ রেট আগামীকাল থেকে পাঁচ কার্যদিবসের জন্য কার্যকর হবে। পরবর্তী সময়ে পর্যালোচনা করে নতুন রেট আসতে পারে। পাশাপাশি আমাদের রপ্তানি বিলের ক্ষেত্রে ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রপ্তানির জন্য এটি নির্ধারিত (ফিক্সড) রেট।

রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, আমরা সবাই একমত হয়ে যে রেট নির্ধারণ করে দিয়েছি, আগামীকাল (১২ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হবে। এটি আগামী বেশ কিছুদিন চলতে থাকবে বা চালিয়ে যাবো।

এ রেট সময়ের পরিক্রমায় পরিবর্তন হবে। আমরা মনে করি, এটা ফেয়ার এবং মার্কেট রেট। আমাদের এ পদক্ষেপ ব্যাংকিং সেক্টরের জন্য বড় মাইলফলক। আমাদের এ যাত্রায় সেন্ট্রাল ব্যাংকের মনিটরিং থাকবে।

এর আগে গত সপ্তাহে ব্যাংকগুলো রপ্তানি আয় নগদায়ন করেছিল ১০৪-১০৬ টাকা দরে। নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানি বিল নগদায়ন হবে ৯৯ টাকায়। এতে খরচ কমবে আমদানি পণ্যে। রপ্তানি বিল নগদায়ন কমার ফলে দাম কমে আসতে পারে আমদানি পণ্যের। এর ফলে স্বস্তি ফিরে আসবে সাধারণদের মাঝে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments