Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকএক লাড্ডুর দাম ৬০ লাখ রুপি!

এক লাড্ডুর দাম ৬০ লাখ রুপি!

ভারতে গণেশ পূজার প্রসাদী লাড্ডু ৬০ লাখ ৮ হাজার রুপিতে বিক্রি করা হয়েছে।

ভারতের হায়দারাবাদ শহরের মারাকাতা প্যান্ডেলের ওই লাড্ডুটি নিলামে উঠলে রিচমন্ড ভিলার বাসিন্দারা সেটিকে কিনে নেয়।

গণেশ পূজার জন্য বিখ্যাত ভারতের মুম্বাই।কিন্তু এবার গনেশ পূজায় মুম্বাইকে পেছনে ফেলেছে হায়দারাবাদ।

স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, গণেশের লাড্ডু পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। এতে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন।

ভারতের সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়েছে, লাড্ডু নিলামের মাধ্যমেই হায়দারাবাদের বালাপুর গণেশ মূর্তি বিসর্জনের শোভাযাত্রা সূচনা হয়। শহরে লাড্ডু নিলাম শুরু হচ্ছে ১৯৯৪ সাল থেকে। এ বছর নিলামে মারাকথা শ্রী লক্ষ্মী গণপতি উৎসব প্যান্ডেলের লাড্ডুর দাম রাখা হয়েছিল ৪৫ লাখ রুপি। সেই লাড্ডুই রিচমন্ড ভিলার বাসিন্দারা কিনে নেন ৬০ লাখ ৮ হাজার রুপিতে।

রিচমন্ড ভিলা সান সিটির এক বাসিন্দা ড. সাজি ডিসুজা বলেন, ‘আমরা ১০০ জন মিলে ওই লাড্ডু কিনেছি। আমাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সব ধর্মের মানুষ রয়েছেন। আমরা মানবতায় বিশ্বাস করি। আমাদের সকলের একত্রিত হওয়ার উৎসব হলো গণেশ পূজা। ’

লাড্ডু নিলামে তোলা মারাকাতা পূজা কমিটির অন্যতম সদস্য ভেঙ্কট রাও জানান, নিলামের অর্থ বালাপুর অঞ্চলের মন্দির সংস্কারের কাজে লাগানো হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments