Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদশ্রীরামের সঙ্গে সহমত সোহানের

শ্রীরামের সঙ্গে সহমত সোহানের

গতকাল বুধবার নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তার কাছে পারফর্মার থেকে ইমপ্যাক্ট ক্রিকেটারের গুরুত্ব বেশি। একদিন পর আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান শ্রীরামের সেই কথার সঙ্গে একমত পোষণ করলেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ গণমাধ্যমে কথা বলেছেন নুরুল হাসান সোহান। সেখানে তিনি জানান, ম্যাচে বড় রান করার থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট ছোট ইনিংস গুরুত্বপূর্ণ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কেননা, ম্যাচে প্রভাব অনেক গুরুত্বপূর্ণ।

এনিয়ে সোহান বলেন, ‘আমিও কোচের সাথে একমত আমাদের ইমপ্যাক্ট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বড় রান করার থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট ইনিংস গুলা গুরুত্বপূর্ণ বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে।’

নতুন কনসালট্যান্টের সঙ্গে এখনো তেমন কোন কাজ করেননি সোহান। কেননা, ইনজুরির কারণে এশিয়া কাপ দলে এই উইকেটকিপার ব্যাটার না থাকার ফলে সুযোগ হয়নি খুব বেশি কাজ করার। তবুও দ্রুত সোহানকে চিনতে ভুল করেননি শ্রীরাম। গতকাল সংবাদ সম্মেলনে নতুন এই কনসালট্যান্ট সোহানকে নিয়ে বলেন সে ক্রিকেটটা ভালো বোঝে।

মিরপুরে আজ সোহানকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় শ্রীরামের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, কী নিয়ে কাজ করা হয়েছে যে নতুন এই কনসালট্যান্ট তাকে এমন প্রশংসা করলেন।

সে প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘ভালো বুঝি বা খারাপ বুঝি এটা তো লাভ না। মাঠে পারফর্ম করতে হবে এটাই বুঝি। কোচের সাথে খুব বেশি যে কথা হয়েছে তা না। খুবই নরমাল কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে মাঠে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments