Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনের ইযিয়াম শহরে মিলল গণকবর, ভেতরে ৪৪০ মরদেহ

ইউক্রেনের ইযিয়াম শহরে মিলল গণকবর, ভেতরে ৪৪০ মরদেহ

রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ইযিয়াম শহরে একটি গণকবরের সন্ধান মিলেছে। সেখান থেকে ৪৪০টি মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের পুলিশ কর্মকর্তারা বলেছেন, গণকবরে থাকা নিহতদের অনেকে গোলাবর্ষণ এবং বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।

খারকিভ অঞ্চলের পুলিশের প্রধান তদন্তকারী কর্মকর্তা সেরহি বলভিনভ স্কাই নিউজে জানান, প্রতিটি মরদেহের ফরেনসিক পরীক্ষা করানো হবে।

তিনি বলেন, আমি বলতে পারি এটি স্বাধীন অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় গণকবরগুলোর মধ্যে একটি। সেখানে ৪৪০টি মরদেহ এক সঙ্গে দাফন করা হয়েছিল। এরমধ্যে কেউ কেউ গোলাবর্ষণ এবং বিমান হামলায় প্রাণ হারান।

ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখ খারকিভ অঞ্চলের ইযিয়ামে নিজেদের প্রধান ঘাঁটি পরিত্যাগ করতে বাধ্য হয় রাশিয়া। এটিকে যুদ্ধের রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করত রুশ বাহিনী।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments