Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বকাপের স্বাগতিকের কাছে হারল বাংলাদেশ

বিশ্বকাপের স্বাগতিকের কাছে হারল বাংলাদেশ

সারা বিশ্বের নজর এখন কাতারে। নভেম্বরে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর দুই মাস আগে বাংলাদেশের যুব দল কাতারের মুখোমুখি হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাহরাইনে এএফসি অ-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশ ০-৩ গোলে কাতারের কাছে হেরেছে।

বাছাই থেকে দশ গ্রুপ চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানারআপ পরের রাউন্ডে খেলবে। বাংলাদেশ স্বাগতিক বাহরাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও কাতারের বিপক্ষে শূন্য হাতে মাঠ ছেড়েছে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার।

আগের দিন পদ্মা সেতুর উদাহরণ দিয়ে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। তাতেও লাভ হলো না! এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কাতারের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। হ্যাট্রিক করেছেন ১৯ নম্বর জার্সিধারী আহমেদ আল রাউয়ি।

অথচ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে শক্তিশালী কাতারের বিপক্ষে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল যুবাদের। এমন ম্যাচেই কিনা তিন পয়েন্ট হারাতে হলো। আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাহরাইনের শেখ আলী বিন আল খলিফা স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে বল দখলের লড়াইয়ে শুরু থেকে পিছিয়ে ছিলেন তানভীর-মইনুলরা।

ম্যাচের ২২ মিনিটেই ডান প্রান্ত থেকে ডিফেন্ডার মোবারক হামজার ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশ গোলকিপার শান্তর কুমারের ওপর দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড আহমেদ আল-রাউয়ি। ১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ বিরতিতে যায়।

বিরতির ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়েছে। প্রথম প্রচেষ্টায় আহমেদ আল রাউয়ির শট গোলরক্ষক রুখলেও ফিরতি শটে আহমেদ গোল করেন। ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলাদেশেরও। ৭৫ মিনিটে মইনুল ইসলামের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সবাইকে।

ইনজুরি সময়ে কাতার পেনাল্টি পায়। পেনাল্টি থেকে নিজের হ্যাট্রিক পূর্ণ করে আহমেদ। অবশেষে ০-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments