Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাবাংলাদেশের কাছে হেরে নেপাল কোচের পদত্যাগ

বাংলাদেশের কাছে হেরে নেপাল কোচের পদত্যাগ

দেশের মাটিতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাছাড়া ফাইনালের আগে কোনও গোলও হজম করেনি। শিরোপা স্বপ্ন দেখাটা তাই বাড়াবাড়ি ছিল না নেপালের জন্য। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত ফুটবলের সামনে তাদের স্বপ্নভঙ্গ।

দেশের মাটিতে লাল-সবুজ দলের বিপক্ষে হেরে শিরোপা হারিয়েছে স্বাগতিকরা। এই ব্যর্থতায় নেপাল নারী দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুমার থাপা।

সোমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের ২-০ গোলের লিডের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল নেপাল। তবে তারা এক গোল শোধ দিলেও কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় লক্ষ্যভেদে নিজেদের ইতিহাসে প্রথমবার সাফ জয়ের স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা।

নিজেদের কন্ডিশনে, গ্যালারি ভর্তি দর্শকের সামনেও দলকে জেতাতে না পারার হতাশায় গ্রাস করে থাপার মনে। সেই ধাক্কা এতটাই লেগেছে যে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন। ফাইনাল হারের পর তিনি বলেছেন, ‘আমি নেপাল জাতীয় নারী দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। যদি কেউ সাফল্য না পায়, তাহলে আর সামনে এগোনো উচিত নয়। তখন অন্যদের সুযোগ করে দেওয়া উচিত। আমি সেই কাজটিই করছি।’

থাপা শিরোপা জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন নেপালিদের। ফাইনালে তুলে সেই স্বপ্নের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন দলকে।

কিন্তু শেষটা ভালো হয়নি। এজন্য নেপালের ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন থাপা, ‘যে কথাটা দিয়েছিলাম, সেটা রাখতে না পারায় নেপালের সমর্থকদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments