সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু অর্থ সঙ্কটে সিরিজটি স্থগিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এরপর থেকে অক্টোবরের ওই স্লটেই ‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় ছিল বিসিবি। কয়েকদিনের চেষ্টায় সফলতাও মিলেছে। সবকিছু ঠিকঠাক এগুলে আগামী মাসে ভারত সফর করবে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটি।
বিসিবি সূত্রে জানা গেছে, সফরে তামিলনাড়ু রাজ্য দল, যারা রঞ্জি ট্রফিতে অংশ নেয়, তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের (দুটো চারদিনের আর তিনটি একদিনের ম্যাচ) সিরিজ খেলবে ‘এ’ দল।
তবে সফর চূড়ান্ত হতে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
সূত্রটি জানায়, ‘চেন্নাই যেতে পারে ‘এ’ দল। সফর কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। ওরা আমাদের সূচি পাঠাবে। আমরা রাজি হলে, এটা ওরা আবার বিসিসিআইয়ের কাছে পাঠাবে।
বিসিসিআই অনুমতি দিলে তারপর সফর চূড়ান্ত হবে। যদি সবকিছু ঠিকঠাক হয, তাহলে আগামী ৮ অক্টোবর ‘এ’ দল ভারত যেতে পারে।’।
বাংলাপেইজ/এএসএম