Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনকবিতা থেকে গান হয়ে অন্তর্জালে ‘বিনায়ক’

কবিতা থেকে গান হয়ে অন্তর্জালে ‘বিনায়ক’

গানের মধ্যে গল্প খুঁজে বেড়ান মেধাবী সংগীতশিল্পী নাহিদ হাসান। তার প্রকাশিত সবগুলো গানেই এই ছাপ স্পষ্ট। কখনও তিনি নাছোড়বান্দা প্রেমিক হয়ে গেয়েছেন, ‘লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না’, আবার কখনও সুরে সুরে বলেছেন ‘আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক’।

তবে এবার নাহিদ বেছে নিলেন নাগরিক জীবনের অপূর্ণ ইচ্ছে ও হাহাকারের গল্প। কামরুল ইসলামের কবিতা ‘বিনায়ক’ থেকে গান বানিয়েছেন তিনি। সুরও করেছেন নাহিদ নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইউটিউব ও ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।

কবিতা থেকে ‘বিনায়ক’ কীভাবে গান হয়ে উঠলো, সে প্রসঙ্গে নাহিদ হাসান বলেন, ‘বছর দুয়েক আগে এই কবিতা যখন প্রথমবার পড়ি, তখন আমার চোখ ভিজে আসে। মনে হলো, এগুলো তো আমার জীবনের কথা, আমার মনের কথা। কিন্তু এতো বড় কবিতাকে গানে রূপান্তর করা খুব একটা সহজ ছিলো না।

দিনের পর দিন, রাতের পর রাত সময় দিয়েছি। এরপর একদিন আড্ডায় সাজিদ ভাইকে গানটা শোনাই। তিনি এতো মুগ্ধ হলেন যে, নিজ থেকে আগ্রহ নিয়ে মুহূর্তেই ডেমো তৈরি করেন। পরে অনেকটা সময় নিয়ে গানটির মিউজিক সাজিয়েছেন। সবশেষে কী দাঁড়ালো, তা তো এখন সবাই শুনতে পাচ্ছেন।’

‘বিনায়ক’-এর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। গান তথা কবিতার গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। তার ভাষ্য, ‘প্রথম দিকে ভিডিও নিয়ে নাহিদের কোনও প্ল্যান ছিলো না। ভেবেছিলো লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করবে। কিন্তু আমি এই অসাধারণ গানটিকে হাতছাড়া করতে চাইনি। প্রচণ্ড শ্রম দিয়ে ভিডিওটা বানিয়েছি। এটা আমার সবচেয়ে এক্সপেরিমেন্টাল নির্মাণ। বাকিটা দর্শক-শ্রোতারা বিবেচনা করবেন।’

‘টিমওয়ার্ক’ থেকে নির্মিত এই গানচিত্রের চিত্রগ্রহণ করেছেন হেলাল খান আইরিশ। সম্পাদনায় রেজাউল রাজু। নাহিদের ইউটিউব চ্যানেল ‘সুগান’ থেকে এটি প্রকাশ হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments