Wednesday, November 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাফ্র্যাঞ্চাইজি হকির কোচ নির্ধারণ

ফ্র্যাঞ্চাইজি হকির কোচ নির্ধারণ

দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি লিগ আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। সেখানে ছয়টি বিভাগের নামে ছয়টি দল অংশগ্রহণ করবে। এবার ছয়টি দলের জন্য ছয়টি কোচ নির্ধারণ করেছে বাহফে।

সোমবার এক সভায় ছয় ফ্র্যাঞ্চাইজি দলে ছয় বিদেশি কোচ নির্ধারণ করে দেয় বাহফে। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবেএবারের আসরটি।

গতকাল হয়েছে কোচদেও ড্রফট। আগামী ৮ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। নিয়ম অনুযায়ী সেখানে লোকাল ১৩ জন ও বিদেশি ৪ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে। আয়োজক কমিটি হেড কোচ বিদেশি বাধ্যতামূলক করায় কোচ মামুন নিজেকে সরিয়ে নেন। তবে বিদেশী হেড কোচ থাকায় সহকারী কোচের দায়িত্ব পালন করবেন দেশীরা। গতকাল নিলামে নেওয়া সাত বিদেশী ও দেশী কোচ হলেন

একমি- ওয়াসিম আহমেদ (পাকিস্তান), হেদায়েতুল ইসলাম খান রাজিব, ওয়াল্টন- সাইফুল আজলী (মালয়েশিয়া), জাহিদ হোসেন রাজু, সাইফ গ্রæপ- ধরমা রাজ আবদুল্লাহ (মালেশিয়া), মোঃ আশিকুর জামান, মোনাক মার্ট- শিং জিন ইওও ( দক্ষিণ কোরিয়া), শহিদুল্লাহ টিটু, মেট্রো এক্সপ্রেস- সিন জিতি সন,( দক্ষিণ কোরিয়া), মোঃ মওদুদুর রহমান শুভ, রূপায়ন: ইউয়ান কয়ুম ( দক্ষিণ কোরিয়া), মশিউর রহমান বিপ্লব।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments